• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাটুরিয়ায় অপেক্ষায় হাজারো যানবাহন, দুর্ভোগ চরমে

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৮:০৮ পিএম

পাটুরিয়ায় অপেক্ষায় হাজারো যানবাহন, দুর্ভোগ চরমে

মানিকগঞ্জ প্রতিনিধি

টানা তিন দিন সরকারি ছুটি। বাড়ি ফিরছেন লাখ লাখ মানুষ। তাই মানিকগঞ্জে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ১৭ মার্চ সকাল থেকেই যানবাহনের চাপ রয়েছে। ঘাট এলাকায় যানবাহনের সারি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও দীর্ঘ হচ্ছে।

এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের। আধা ঘণ্টার নৌপথ পার হতে ঘাট এলাকায় অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

পাটুরিয়া ঘাটে যানবাহনের ভিড় থাকায় অগ্রাধিকারভিত্তিতে জরুরি যানবাহন, পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এ ছাড়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

ফেরিঘাট সূত্রে জানা গেছে, সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক এবং দুই শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ঘাট পার হওয়ার  অপেক্ষায় ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, সরকারি ছুটি থাকায় সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে। তবে নৌপথ পারাপার হতে আসা অপেক্ষমাণ এসব যানবাহনকে পারাপার করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।

তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এ কারণে সাধারণ পণ্যবাহী ট্রাকচালকরা সহসাই ঘাট পারের সুযোগ পাচ্ছে না। এতে ঘাট এলাকায় বেশ কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।



কেজেড/এফএ

আর্কাইভ