• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাতক্ষীরার জামায়াত নেতা হাসান পাবনায় গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৭:৫৪ পিএম

সাতক্ষীরার জামায়াত নেতা হাসান পাবনায় গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

পাবনায় গ্রেফতার হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জামায়াত নেতা হাসানুর রহমান হাসান। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে আবাসিক হোটেল থেকে আটক করে পাবনা সদর থানা পুলিশ।

হাসানুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার তৈলকুপি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

জানা যায়, জামায়াত-শিবিরের উপস্থিতি জানান দিতে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের পাশে গত ২৩ ফেব্রুয়ারি সরকারের ঘোষিত মদের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। ওই দিন রাতে সাতক্ষীরা সদর থানায় ৪ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে পুলিশ। গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছিলো হাসান। পালিয়ে থেকেও জামায়াত-শিবিরের সাংগঠনিক সম্মেলন করার চেষ্টা করছিলো।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘আবাসিক হোটেল থেকে হাসানকে গ্রেফতার করা হয়েছে। আমি বাইরে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’ 

তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘হাসান সারা জেলায় জামায়াত-শিবিরের নেতৃত্ব দিচ্ছে। শিবিরের দুর্ধর্ষ ক্যাডার ও একাধিক নাশকতা মামলার আসামি। তার প্রতিটা কাজ অসামাজিক এবং রাষ্ট্রবিরোধী। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই তাকে গ্রেফতার করার জন্য।’

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম বলেন, ‘হাসান জামায়াত-শিবিরের একজন পৃষ্ঠপোষক হয়ে এই অঞ্চলে কাজ করে। শুধু তালায় নয়, জেলার বিভিন্ন স্থানে টাকা দিয়ে দলকে সুসংগঠিত করার দায়িত্ব পালন করছে সে। অধিক তদন্ত করলে তার বিষয়ে আরও কিছু জানা যাবে। তাকে যেন শাস্তির আওতায় আনা হয় সে ব্যাপারে আমরা কথা বলবো।’

২০১৩ সালে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে রক্তাক্ত এক জনপদে পরিণত হয়েছিলো সাতক্ষীরার সরকারবিরোধী আন্দোলন। একজন মুক্তিযোদ্ধাসহ আটজন আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছিলেন। হাসান এসব ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলো। পুলিশের দেওয়া তথ্যমতে হাসানের নামে একাধিক মামলা রয়েছে। 


জেইউ/এফআইজে
আর্কাইভ