• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পণ্যের দাম কমানোর দাবিতে গোবিন্দগঞ্জে মিছিল

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১২:৩৮ এএম

পণ্যের দাম কমানোর দাবিতে গোবিন্দগঞ্জে মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

বুধবার (১৬ মার্চ) কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত সপ্তাহব্যাপী চলা কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার কাটামোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অশোক আগরওয়ালার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক জেলা সভাপতি জননেতা মিহির ঘোষ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সিপিবি সাহেবগঞ্জ শাখার সম্পাদক গণেশ মুরমু, সদস্য রাফায়েল হাসদা, কৃষক নেতা রেজাউল করিম রঞ্জু, ক্ষেতমজুর নেতা ওয়াহেদুন্নবী মিলন, যুবনেতা রবিউল ইসলাম রবি, আরিফুল ইসলাম মিজান, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির জাফরুল ইসলাম প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। সরকারের সীমাহীন ব্যর্থতা লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে তার জন্য বিরোধীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনগণের মুখ বন্ধ রাখতে চায়। সে কারণে মিহির ঘোষসহ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’ তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আটকৃত সবার অবিলম্বে মুক্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, ‘আদিবাসী সাঁওতালরা আরও বেশি নিপীড়নের শিকার হচ্ছে। তাদের বাপ-দাদার জমি ফেরত দিতে হবে এবং ২০১৬ সালে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে নিহত তিনজন সাঁওতাল শ্যামল-রমেশ-মঙ্গল হত্যার বিচার দ্রুত করতে হবে।’

সমাবেশে চারশতাধিক সাঁওতাল আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়। পরে কাটামোড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এএমকে/ডা

আর্কাইভ