• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৪:৫৯ পিএম

পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত

দেশজুড়ে ডেস্ক

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক উল্টে গর্তে পড়ে চালক মো. শাকিল আহম্মেদ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আসিফ নামে আরও একজন।

বুধবার (১৬ মার্চ) ভোর ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল আহম্মেদ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তাঁতিবন্দর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। আহত হেলপার আসিফ একই উপজেলার আজিবর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ভোর রাতে কুষ্টিয়া থেকে ছুটে আসা একটি ফ্লাইউড বোঝাই ট্রাক সৈয়দপুর যাওয়ার সময় উপজেলার বাজিতপুর বাজারের সামনে একটি ব্রিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান চালক । স্থানীয়রা ঘটনাস্থল থেকে হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করেন।
 
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক নুরুজ্জামান ইসলাম বলেন, ‘রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ফোন করে সড়ক দুর্ঘটনার সংবাদটি জানান। তখন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে দেখি ট্রাকচালক শাকিল আহম্মেদ নিহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের হেলপার মো. আসিফকে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’

জেইউ/এফএ
আর্কাইভ