• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পিরোজপুরে পটকা মাছ খেয়ে দুই জেলের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৬:১৪ এএম

পিরোজপুরে পটকা মাছ খেয়ে দুই জেলের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে দুই জেলে মারা গেছেন। একই মাছ খেয়ে আরো পাচঁজন জেলে অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে একজন জেলে দুপুরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মারা যাওয়া জেলেরা হলেন সুশীল দাস(৫০)সে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামের রাম দাসের পুত্র অন্যজন রবীন্দ্রনাথ বিশ্বাস (৬০)তার বাড়ি একই এলাকায় নিত্যনন্দ বিশ্বাস । বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন হীরা লাল(৩২)। অসুস্থ অন্য জেলেরা হলেন সমিরন বিশ্বাস (৪০), সুমন(২৭), গৌতম(৩৮)।তাদের সকলের বাড়ি একই গ্রামে।

জেলে সমিরন বিশ্বাস জানান.তারা ১১জন জেলে গত ৯দিন ধরে সুন্দরবন খালে চাপা জাল দিয়ে মাছ শিকার করে তা শরনখোলা বিক্রি করে সোমবার সকালে বানারিপাড়ার কদমবাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে দুপুরে কাউখালীতে তাদের ইঞ্জিন চালিত থামিয়ে ভাত এবং নৌকায় থাকা পটকা মাছ রান্না করে খাই। এর কিছুক্ষন পরই সুশীল,রবীন্দ্রনাথ,হীরা লালসহ সকলে অসুস্থবোধ করেন অনেকে বমি করেন। তারা দুপুর দেড়টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে কর্তব্যরত চিকিৎসক সুশীল ও রবীন্দ্রনাথকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দুপুর দুইটার দিকে বরিশাল নেবার পথে সুশিল রায় মারা যায়।অপরজন রবীন্দ্রনাথ বিশ্বাস বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানান তার ভাই সমিরন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মো.মামুন হোসেন জানান, সুশীলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি। পথে মধ্যেই সে মার যায়। তিনি আরো বলেন পটকা মাছ বিষক্ত এ মাছ কারও খাওয়া উচিত না। এর চিকিৎসা নেই আমাদের এখানে । কাউখালী থানার ওসি বনি আমিন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠাবো।

সাজেদ/
আর্কাইভ