গাজী ফারহাদ, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে ।
রবিবার (১৩ মার্চ) দিবাগত রাত তিনটার সময় খলিষখালী ইউনিয়নের ছোটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে স্ত্রীকে পরকীয়ার সন্দেহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। শনিবার রাতে খুলনার ডুমুরিয়া থানার খোরেরআবাদ এলাকার জগদীষ ঢালীর পুত্র দেবাশিষ ঢালী রাত ১১ টার দিকে তার শ্বশুরবাড়ি ছোটগাছায় আসে। রাত তিনটার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেবাশিষ তার স্ত্রী পুস্প ঢালী,শশুর পঞ্চরাম বাছাড়, শাশুড়ী তপতি বাছাড়, দাদা শশুর ভোলা নাথ বাছাড়, বৈদ্যনাথ বাছাড় কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের আত্নচিৎকারে স্থানীয় এলাকাবাসি এসে জামাই দেবাশিষ কে ধরে বেঁধে রাখে। হামলার শিকার সকলেই গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেবাশিষ কে গ্রেফতার করে।
এদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান এখনো এ বিষয়ে মামলা করার জন্য কেউ আসেনি তবে মামলা করতে আসলে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন