• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রতিবন্ধী শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ : যুবক গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৫:২১ এএম

প্রতিবন্ধী শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ : যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার হাওলা গ্রামে প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে ওই গ্রাম থেকে শনিবার গভীর রাতে জুয়েল শেখ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক  হাওলা গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে ।

ধর্ষণের শিকার মেয়েটির মা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে ভুক্তভোগী মেয়েটির মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে আসছেন। শনিবার সকালে তার দশ বছরের প্রতিবন্ধী মেয়েকে তিনি বাড়িতে একা রেখে কাজে বেরিয়ে যান। দুপুরে মেয়েটি গোসল করতে পাশের ঘরে যাওয়ার জন্য বের হলে জুয়েল নিজের ভাড়া ঘরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিকালে বাসায় ফেরার পর শিশু মেয়ের কাছে ঘটনা শুনে থানায় মামলা করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাজেদ/
আর্কাইভ