• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসিত সিলেবাসে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৯:০৯ পিএম

এসএসসি-এইচএসসি পুনর্বিন্যাসিত সিলেবাসে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

রংপুর ব্যুরো

আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৩ মার্চ) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান।

সময় তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাশ এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসিত করা সিলেবাসে হবে।

বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে সরকারের পক্ষে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। বরং আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে সেটার ওপর একটা গবেষণা করা যেতে পারে। আমরা অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সেজন্য যা করা দরকার অবশ্যই সেগুলো করা হবে।

এর আগে শনিবার (১২ মার্চ) শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনার সংক্রমণ কমে এসেছে এবং সার্বিক পরিস্থিতিও এখন স্বাভাবিক হয়েছে। বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে আমরা আগামী ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন থেকে শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস শুরু হবে।

ডিআইএ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ