• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পার্শে মাছের পোনা ধরার অভিযোগে ১১ জেলে আটক

প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১০:৩৮ পিএম

পার্শে মাছের পোনা ধরার অভিযোগে ১১ জেলে আটক

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় অবৈধভাবে পার্শে মাছের পোনা শিকার করছিল জেলেরা। এ সময় ট্রলার, জালসহ ১১ জনকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃতদের শনিবার (১২ মার্চ) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।

জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় মুঠোফোনে জানান, শুক্রবার সন্ধ্যায় দুবলারচরের মানিকখালী আমবাড়ীয়া এলাকায় বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সেখানে নদীতে জাল দিয়ে অবৈধভাবে পার্শে মাছের পোনা শিকার করছিলেন জেলেরা। এ সময় ১১ জন জেলেকে একটি ট্রলার পোনা ধরার জালসহ আটক করে। পরে আটককৃতদের রাতে দুবলা অফিসে নিয়ে যায়। তাদের বাড়ি খুলনার কয়রায় বলে জানান বনরক্ষীরা।

এ ব্যাপারে একটি বিভাগীয় বন মামলা দায়ের করে আটককৃতদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে বলে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

এএমকে/ডা


 

আর্কাইভ