• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি ক্যান্সার আক্রান্ত

প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ১০:১৫ পিএম

বিএনপি ক্যান্সার আক্রান্ত

দিনাজপুর প্রতিনিধি

বিএনপি ক্যান্সার আক্রান্ত। সুচিকিৎসা দরকার বিএনপির। দলটির চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা উচিত। 

শুক্রবার (১১ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ভালো থাকুক, শান্তিকে থাকুক, দেশের অর্থনীতি ভালো থাক— এটা বিএনপি চায় না। তারা আছে দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া এবং পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক, তাদের কিছু যায় আসে না।’

তিনি বলেন, `১৯৭৫’র পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছেন। শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।’

ডা/এফএ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ