মাগুরা প্রতিনিধি
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতফেরত আরও ৪৫ জনকে মাগুরার দুটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে দুই দফা ১০১ জনকে জেলার বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। যেখান থেকে তিনজন করোনা শনাক্ত হয়।
রোববার (৩০ মে) মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ মে) ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে যাত্রীরা বাংলাদেশে আসেন। পরে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে তাদেরকে বিভিন্ন জেলায় কোয়ারেন্টিনে রাখার জন্য পাঠানো হয়। তারই অংশ হিসেবে মাগুরায় একটি রিজার্ভ পরিবহনে করে মোট ৪৫ যাত্রীকে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনকে মাগুরা শহরের মণ্ডল হোটেল এবং বাকি সাতজনকে ঈগল হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কোয়ারেন্টিনে রাখার আগে মাগুরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি ১৪ দিন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
এ দিকে মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানিয়েছেন, গত ৮ ও ৯ মে ভারত থেকে আসা ১০১ জন যাত্রীকে জেলার তিনটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। তাদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়। পরে তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
টিআর/এম. জামান/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন