• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৮:২১ পিএম

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ মে) দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু শহিদুল ওই গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।

স্বজনেরা জানান, দুপুরের দিকে শহিদুল ইসলাম তার মামাশ্বশুরের সেচপাম্পের বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক।’

টিআর/এম. জামান/
আর্কাইভ