• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

প্রক্টরের পদত্যাগ দাবিতে পাবিপ্রবি প্রশাসনিক ভবনে তালা

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ১২:৫০ এএম

প্রক্টরের পদত্যাগ দাবিতে পাবিপ্রবি প্রশাসনিক ভবনে তালা

দেশজুড়ে ডেস্ক

প্রক্টর ড. হাসিবুর রহমানের পদত্যাগসহ নানা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৭ মার্চ) দুপুরে প্রক্টর অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা প্রক্টর হাসিবুর রহমানকে দুর্নীতিবাজ, অদক্ষ ও ব্যর্থ উল্লেখ করে পদত্যাগ দাবিতে স্লোগান দেন। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রক্টর হাসিবুর রহমান বিদায়ী বিতর্কিত উপাচার্য এম. রোস্তম আলীর সব দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রধান সহযোগী। নীতি নৈতিকতার তোয়াক্কা না করে তিনি বিশ্ববিদ্যালয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। ক্রয় সংক্রান্ত দুর্নীতি ছাড়াও বিশ্ববিদ্যালয় লেকের মাছ লুট করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা, খাবারের মান বাড়ানোসহ বিভিন্ন দাবির বিষয়ে তিনি কখনই পদক্ষেপ নেননি।

শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত  করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিগত বেশ কিছুদিন ধরে পাবিপ্রবিতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাসহ শিক্ষার্থীরা আন্দোলন করে অসছেন। গত রবিবার (৬ মার্চ) দায়িত্বে থাকা উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে। তবে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের তেমন অগ্রগতি নেই বললেই চলে।

জেইউ/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ