• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৩:৫০ পিএম

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেট বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৫ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৫০ জনের শরীরে। এ ছাড়া আরও ২৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

রোববার (৩০ মে) সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫১১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৭২৫ জন, সুনামগঞ্জে দুই হাজার ৮১৫ জন, হবিগঞ্জ জেলায় দুই হাজার ৪৯৫ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৪৭৬ জন।

সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৫০ জন করোনা আক্রান্ত রোগীর ২৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলায় ছয়জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জন রোগীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুইজন রোগী। মৃত দুজনেই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৩২৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন।

ডব্লিউএস/নির্জন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ