• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

‘মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে ডিজিটাল পরিচয়পত্র’

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০১:২৯ এএম

‘মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে ডিজিটাল পরিচয়পত্র’

দেশজুড়ে ডেস্ক

মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব। তাদের জন্য আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। আগামী ২৬ মার্চ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে।’ এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৫ মার্চ) মানিকগঞ্জ, মুন্সীগঞ্জসহ ঢাকা জেলা পশ্চিম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন। মানিকগঞ্জ শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রায় আড়াই হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এতে অংশ নেয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আগামী ১৭ এপ্রিলের মধ্যে সব মুক্তিযোদ্ধা পরিচয়পত্র ও সনদ পাবেন।’   

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পাট ও বস্ত্রমন্ত্রী গোলম দস্তগীর গাজী, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা মোস্তফা জামাল মহিউদ্দিন প্রমুখ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ