• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শেরপু‌রে কবর থে‌কে ১৪টি কঙ্ক‌াল উধাও

প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ১২:২৬ এএম

শেরপু‌রে কবর থে‌কে ১৪টি কঙ্ক‌াল উধাও

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কবর খুঁ‌ড়ে ১৪টি কঙ্কাল চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। ৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার রৌহা সার্বজনীন কবরস্থানে এ ঘটনা ঘ‌টে।

 

ধারণা করা হ‌চ্ছে, রা‌তের কোনো এক সময় একটি চক্র কবর খুঁ‌ড়ে এসব কঙ্কাল চু‌রি করেছে।

 

৪ মার্চ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর স্থানীয়র‌া কবরস্থা‌নে গি‌য়ে ১৪টি কঙ্কাল চুরির ঘটনা ধরতে পারেন। 

 

স্থানীয় শিক্ষক আবু জাহিদ জানান, জুমার নামাজের পর একজন তার আত্মীয়ের কবর জিয়ারত করতে বাজারের পাশের কবরস্থানে যান। সেখা‌নে গি‌য়ে দেখ‌তে পান ক‌য়েক‌টি কবর খোঁড়া রয়েছে। প‌রে আশপা‌শের লোকজ‌ন মোট ১৪টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। এ সময় কবরগুলো থেকে মাটি সরিয়ে কোনো মরদেহ পাওয়া যায়নি।  

 

এর আগে ২ জানুয়ারি মধ্য রাতে একই ইউনিয়নের হালগড়া স্কুলসংলগ্ন ফটিয়ামারী সার্বজনীন কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে।

 

স্থানীয় মুসুল্লি লাল মিয়া, ফ‌কির আলী বলেন, আমা‌দের ধারণা, শেরপুর সদরে একটি চক্রই কবর থেকে কঙ্কাল চুরি কর‌ছে। তাই এদের চি‌হ্নিত ক‌রে আইনের আওতায় আনতে হবে।

 

ওই গ্রা‌মের বা‌সিন্দা আলম মিয়া ব‌লেন, ‘কয়দিন পর পর কব্বর থাইক্কা লাশ নি‌য়ে যাইগা চোরেরা। খুব চিন্তায় থাহি, কহন আমগর আত্মীয়র লাশ চু‌রি হয়‌।’ 

 

স্থানীয়রা জানান, শেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে কঙ্কাল চুরির ঘটনা। এক মাসের ব্যবধানে শুধু শেরপুর সদরেই ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রিয়জনের মৃত্যুর পর কঙ্কাল চুরির এসব ঘটনায় ভয় ও আতঙ্ক কাজ করছে।

 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহম্মেদ বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কেজেড/ডা

 

আর্কাইভ