প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৯:১৫ পিএম
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার
(৪ মার্চ) সকাল ৭টা থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার থেকে দাউদকান্দি উপজেলার
গৌরীপুর পর্যন্ত কয়েক ভাগে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী
যাত্রীরা।
ময়নামতি
হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, শুক্রবার (৪ মার্চ) সকালে সড়কে ইলিয়টগঞ্জ
এলাকায় একটি লরি দুর্ঘটনার কারণে উদ্ধার কাজের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
চান্দিনার সংবাদকর্মী সাদেক হোসেন বলেন, ‘মহাসড়কে
সকাল থেকেই তীব্র যানজট। আমি সকাল ৭টায় ঢাকার উদ্দেশে চান্দিনা বাসস্টেশন থেকে বাসে
উঠেছি। সকাল সাড়ে ১০টায় পৌঁছেছি চান্দিনার নূরীতলা এলাকায়। ১০ কিলোমিটার পথ পার হতে
সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।’
ঢাকা
থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী মাসুদ কামাল বলেন, ‘গৌরীপুর এসে যানজটে পড়তে হয়েছে।
গাড়ি কোনো দিকে যায় না। সাড়ে ৩ ঘণ্টা যানজটে আটকে ছিলাম।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহরুল হক বলেন, ইলিয়টগঞ্জ এলাকায়
মহাসড়কের দুইমুখী লেনে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ছাড়া মহাসড়কের চান্দিনা এলাকায় সড়ক ও জনপথ বিভাগ এক লেন বন্ধ রেখে সংস্কার করছে।
এতে ওই এলাকায় দুইমুখী গাড়ি এক লেন দিয়ে চলাচল করছে। আর শুক্রবার ছুটির দিনে মহাসড়কে
গাড়ির চাপ বেশি থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন মহাসড়কে যানজট নেই, গাড়ি চলাচল
স্বাভাবিক। তবে কিছুটা ধীরগতি রয়েছে যান চলাচলে।