• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

২ লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হলো একটি ভোলমাছ

প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৩:৪৬ এএম

২ লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হলো একটি ভোলমাছ

বাগেরহাট প্রতিনিধি

ছবির এই মাছটি বিক্রি হয়েছে ২ লাখ ২৪ হাজার টাকায়। দাম শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ অবাক হবারই খবর।

মাছটির নাম ভোলমাছ। ভোলমাছের ফুসফুস অত্যন্ত দামি। সে কারণে মাছটি এত দামে বিক্রি হয়েছে। 

বুধবার (২ মার্চ) বঙ্গোপসাগরে দুবলারচরের জেলে শুকুর মীরের জালে মাছটি ধরা পড়ে। ওজন ৩২ কেজি। দুবলার আলোরকোলের জেলেপল্লিতে মাাছটি নিয়ে আসলে ৭ হাজার টাকা কেজি দরে ২ লাখ ২৪ হাজার টাকায় কিনে নেন চট্টগ্রামের এক মাছ ব্যবসায়ী।

জেইউ/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ