• ঢাকা মঙ্গলবার
    ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বেরোবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১২:৫৯ এএম

বেরোবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

রংপুর ব্যুরো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস সশরীরে শুরু হয়েছে। বুধবার (২ মার্চ) যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া নবীনদের নিয়ে পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২২টি বিভাগে পৃথকভাবে পরিচিতিমূলক ক্লাসের আয়োজন করা হয়। ক্লাস শুরু উপলক্ষে প্রতিটি বিভাগ, শ্রেণিকক্ষ নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনের মাধ্যমে নতুন বিভাগটির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরিচিতিমূলক ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের  ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, ’টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। গুণগত শিক্ষা, দক্ষতা ও গবেষণার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।’

পরিচিতিমূলক ক্লাসে আরও উপস্থিত ছিলেন বেবোবির উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সকল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাদের বিভাগের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। 

জেইউ/ডা

আর্কাইভ