প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৮:১৪ পিএম
রাজবাড়ীর
কালুখালিতে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, ঘটনার সময় ওই কিশোর
রেললাইনে টিকটক ভিডিও করায় ব্যস্ত ছিল। বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার
কালিকাপুর রেল ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহত
কিশোরের নাম আলহাজ হোসেন (১৬)। সে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো.
রেজাউল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, আলহাজ হোসেন বন্ধুদের সঙ্গে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সকালে
টিকা নিতে গিয়েছিল। সেখান থেকে টিকা নিয়ে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কালিকাপুর ব্রিজে
ঘুরতে যায়।
পরে
সে ব্রিজের ওপর উঠে টিকটকের জন্য ভিডিও শুরু করে। এ সময় রাজবাড়ীগামী একটি ট্রেন চলে
আসলে তা লক্ষ্য করেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার
সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ ব্রিজ থেকে নিচে নামিয়ে এনে
পুলিশকে খবর দেয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিশোরের মরদেহের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
ডিআইএ/ডা