• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন ইসির

প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৫:৩৪ পিএম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন ইসির

সাভার প্রতিনিধি

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নতুন নির্বাচন কমিশন। মঙ্গলবার ( মার্চ) সকাল সোয়া ১০টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর আনিছুর রহমান।

শ্রদ্ধা শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার।

পরিদর্শন বইতে তিলি লেখেন, ‘৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার জন্য আজ এটি এক বিরল সম্মান।এরপর জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

এনএম /এফএ

আর্কাইভ