• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শরণখোলায় তিন নারী পকেটমার গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১১:১৮ পিএম

শরণখোলায় তিন নারী পকেটমার গ্রেফতার

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় তিন নারী পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা দুইটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।

থানা পুলিশ জানায়, রোববার দুপুরে রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় থেকে নাসিমা নামের এক নারীর ব্যাগ কেটে ২১০০ টাকা দুইটি স্বর্ণের আংটি নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হয় তিন নারী।

এর আগে, সকাল ১০টার দিকে শরণখোলা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলেন এক নারী গ্রাহক। তার ভ্যানিটি ব্যাগ থেকে ৮০ হাজার টাকা নিয়ে ওই নারী চক্রটি পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তিন নারীকে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত নারীরা হলেন, মাদারীপুর জেলার চতুরপাড়া গ্রামের কামাল চৌধুরীর মেয়ে মৌসুমী বেগম এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের খুনকার ব্যাপারির মেয়ে পারভিন বেগম শার্মিন বেগম। এরা বাগেরহাটের খানজাহান আলীর মাজারসংলগ্ন এলাকায় বসবাস করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত নারী পকেটমারদের কাছ থেকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা দুইটি স্বর্ণের আংটি জব্দ করা হয়েছে এরা সংঘবদ্ধ একটি নারী পকেটমার চক্র। তাদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে বলে ওসি জানান।

এএমকে/ডা

আর্কাইভ