• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

তদন্তে পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে: হানিফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০১:০৭ এএম

তদন্তে পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

'পিলখানা হত্যার ঘটনার নেপথ্যে কারা- সেটা বের করতে হবে' বিএনপির এই দাবির সঙ্গে আমরাও একমত উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘আমরাও চাই এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সেটা বের হোক।’

হানিফ বলেন, 'এর তদন্তে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে। ওই দিন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার দফায় দফায় দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। তারেক রহমানের কথায় বেগম জিয়া সকালেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে দুই দিন আত্মগোপনে ছিলেন।'

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে হানিফ বলেন, 'জনবিচ্ছিন্ন বিএনপির আন্দোলন ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ৷ তাদের আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই৷ তাই এটা নিয়ে আওয়ামী লীগ সরকার ভাবে না৷ তবে আন্দোলনের নামে কোনো নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে৷'

পরে তিনি কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন৷ পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া- (দৌলতপুর) আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া- (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

এএমকে/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ