• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে টিকা প্রদান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:১৮ পিএম

পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে টিকা প্রদান

পঞ্চগড় প্রতিনিধি

সারা দেশের মতো পঞ্চগড়েও শুরু হয়েছে গণটিকার কার্যক্রম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলায় ১৪৬টি কেন্দ্রে ৪১ হাজার ৬০০ জনকে দেয়া হয়েছে গণটিকা। এর আগে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম পঞ্চগড় সদরের ৯নং মাগুড়া ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক, মাগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়সহ সাংবাদিকবৃন্দ।

শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন গণটিকা কেন্দ্রে টিকা গ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। গণটিকা কার্যক্রমের আওতায় টিকা নিতে লাগছে না নিবন্ধন। লাইনে দাঁড়িয়ে করোনার টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। ফলে মানুষের মধ্যে সাড়াও বেশ ভালো। অনেক দেরিতে হলেও টিকা নিতে পারায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘সারা দেশের মতো আমাদের মাগুড়া ইউনিয়নে গণহারে টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সেই কার্যক্রম বাস্তবায়ন করতে আমরা সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। আশা করছি, আমরাদের পুরো ইউনিয়ন এই টিকার মাধ্যমে করোনামুক্ত থাকবে।

এএমকে/এফএ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ