• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৯:০১ পিএম

টাঙ্গাইলে টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড়

টাঙ্গাইল প্রতিনিধি

সারা দেশে এক দিনে এক কোটি মানুষকে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেয়ার লক্ষ্যে  টাঙ্গাইলেও অনুষ্ঠিত হচ্ছে টিকার বিশেষ ক্যাম্পেইন। জেলার ১২ উপজেলার ৩৬৬টি কেন্দ্রে এক লাখ ৮৩ হাজার মানুষকে রেজিস্ট্রেশন ছাড়া শুধু নাম মোবাইল নম্বর দিয়ে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সবগুলো টিকাদান কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়া স্বাচ্ছন্দ্যে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ গ্রহণ করতে পেরে খুশি তৃণমূল পর্যায়ের জনসাধারণ।

ঘাটাইল থেকে টিকা নিতে আসা রাজিব আহমেদ বলেন, ‘আজকে প্রথম ডোজ টিকা দেয়ার শেষ সময়, তাই আজকে দিতে এসেছি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। দুপুর হয়ে গেল, এখনও লাইনে দাঁড়িয়ে।’ 

টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা থেকে আসা নাহিদ বলেন, ‘সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়েছি। এখনও কোনো খোঁজ নাই, লাইনে দাঁড়িয়ে রয়েছি।’ 

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবু ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান জানান, ‘শুধু আজকে না, যেকোনো দিন এলে টিকা দিতে পারবে সবাই। মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে। শনিবার ফাইজারের টিকা দেয়ার কারণে মানুষের সংখ্যা বেশি হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে।

এএমকে/এফএ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ