• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বাবাকে না পেয়ে ২২ মাসের শিশুকে কুপিয়ে প্রতিশোধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:১১ পিএম

বাবাকে না পেয়ে ২২ মাসের শিশুকে কুপিয়ে প্রতিশোধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে বাবাকে  না পেয়ে ২২ মাসের এক শিশুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। স্থানীয় মাদককারবারি নজরুল ইসলামসহ  তার সঙ্গীদের এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। গুরুতর আহত শিশুটি বর্তমানে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত সোমবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটলেও শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গুরুতর আহত ওই শিশুর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহতের মা রোজিনা বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

আহত শিশুর বাবা শাহীন আলম বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি সকালে মাদক ব্যবসায়ী আল ইসলাম, নজরুল ইসলাম, শুভ, সুমনসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আমি প্রাণভয়ে বিল্ডিংয়ের ভেতর লুকিয়ে দরজা বন্ধ করে রাখি।’

সন্ত্রাসীরা আমাকে না পেয়ে গেটের সামনে থাকা আমার ২২ মাসের শিশু আব্দুর রহমানকে কুপিয়ে জখম করে চলে যায়।

তিনি বলেন, ‘আল ইসলাম ও নজরুল বাহিনীর দ্বারা আমি আগেও হামলার শিকার হয়েছি। ১১ মাস আগে তারা আমাকে মারার জন্য হামলা করে। নিশানা ঠিক রাখতে পারেনি বলে আমি বেঁচে যাই। ওই ব্যাপারেও থানায় অভিযোগ আছে। তখন স্থানীয় মাতবররা এটি মীমাংসা করে দেন। এখন আবার আমাকে মারার জন্য ঘরে এসে হামলা করে। আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার নিষ্পাপ দুধের শিশুটিকে কুপিয়ে মাথা ও চোখের ওপরে হাড় বের করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। এমন ন্যক্কারতম ঘটনায় যে নরপশুরা জড়িত, তাদের অবিলম্বে আটক করে সুষ্ঠু বিচারের দাবি করি।’

এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

 ডিআইএ/এফএ

 

আর্কাইভ