• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

নীলফামারীতে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৭:০৬ এএম

নীলফামারীতে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি


নীলফামারীর ডোমারে স্বামীর ওপর অভিমান করে গোলাপি বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। গোলাপি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকার লিটন ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি রাতে গোলাপি বেগম অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। রংপুর মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ জেলা হাসপাতালের মর্গে শুক্রবার ময়নাতদন্ত করা হয়েছে। পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাজেদ/
আর্কাইভ