প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৭:৪০ পিএম
২৪ ফেব্রুয়ারি রাতে দুই দফা ফেরি চলাচল বন্ধ
ও আটরশির ওরশের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের ৫ কিলোমিটার দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন
শ্রমিকরা।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ তথ্যানুসারে, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটের যানজট এড়াতে শিবালয়ের উথলি সংযোগ মোড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাট ও সড়কে আরও পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক যাত্রীবাহী বাস এবং শতাধিক প্রাইভেটকার ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, রাতে তীব্র ঝড় ও বৃষ্টির কারণে রাত ১০টা থেকে ১১টা এবং রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তাছাড়া আটরশির ওরশের কারণে বাড়তি যানবাহনের চাপ রয়েছে ঘাট এলাকায়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।
ডা/