প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৭:০০ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ কুতুবপুর
ইউনিয়নের কাজীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৫ ফেব্রুয়ারি
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কাজীরহাট দক্ষিণ বাজার
এমএ হাসেম কলেজসংলগ্ন মার্কেটে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে বাজারের ১৩টি দোকানের নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কুতুবপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন
অর রশিদ জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে
যান ব্যবসায়ীরা। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কাজীরহাট সড়ক দিয়ে যাওয়ার সময় মহিনের
দোকানে আগুন জ্বলতে দেখেন এক সিএনজি অটোরিকশা চালক। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে
এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মহিনের দোকানে গ্যাসের সিলিন্ডার ও অকটেন থাকায় আগুন
দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে
স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই আগুনে পুড়ে যায় ফার্নিচার,
চা দোকান, কসমেটিকস, হার্ডওয়্যার, ফার্মেসি, মুদিসহ ১৩টি দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান
মালামাল। ক্ষতিগ্রস্তরা জানান আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার
ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি তালিকা
করা হয়েছে। সরকারি সহযোগিতা দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তালিকাটি জমা দেয়া হবে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহ এমরান বলেন, ‘তাদের
একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেয়। বৈদ্যুতিক
শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে জানান তিনি।
কেজেড/ডা