• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৬:১৮ এএম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া সাবজজ-৩ আদালতের পেশকার পার্থ সারথী বিশ্বাস (৫০) নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে ফিরছিলেন৷ এমন সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন৷ তার পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়৷ তাকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়৷
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, দুর্ঘটনার জায়গাটি নির্জন হওয়ায় সেখানে তেমন মানুষজন ছিল না৷ রাস্তার একজন ভ্যানচালক গুরুতর আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে লোকজন জড়ো করেন৷ আহত ব্যক্তি তখনও বেঁচে ছিলেন৷ কথা বলছিলেন সবার সাথে৷ তিনি তার বাড়ির লোকজনের সাথেও মোবাইল ফোনে কথা বলেছেন৷ আহত ব্যক্তিটি তখন উপস্থিত সকলকে বলেন, আমি এখানে আহত অবস্থায় প্রায় ২০ মিনিট পড়ে আছি, চিৎকার করে কতজনকে ডেকেছি কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি৷ 

পরবর্তীতে উপস্থিত জনগন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে পথের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন৷

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধুপুর নামক স্থানে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়৷ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে৷

সাজেদ/

আর্কাইভ