• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নন্দীগ্রামে ফসল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১১:০৩ পিএম

নন্দীগ্রামে ফসল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

নন্দীগ্রাম প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সেখানে কৃষক পর্যায়ে অধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ উচ্চমূল্য ফসল চিশতি জাতের লাউয়ের উৎপাদ প্রদর্শনী হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিফ নুসরাত কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্রাচর্য্য ছিলেন সঞ্চালনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরডিএডিপি উপপ্রকল্প পরিচালক এস এম আমিনুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আদনান বাবু।

অধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবসে স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।

এএমকে

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ