• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

স্বাস্থ্যসচিব ফেরার পরদিনই দুবলারচর ছাড়লো মেডিকেল টিম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১০:২৫ পিএম

স্বাস্থ্যসচিব ফেরার পরদিনই দুবলারচর ছাড়লো মেডিকেল টিম

শরণখোলা প্রতিনিধি

দুবলারচরে ১২ হাজার জেলের বাস। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চরের ৫ হাজার জেলেকে টিকা দেয় স্বাস্থ্য বিভাগের করোনা কর্মসূচির মেডিক্যাল টিম। কর্মসূচি পরিদর্শনে আসেন স্বাস্থ্যসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু তিনি চলে যাওয়ার পরদিনই মেডিক্যাল টিম দুবলারচর ছেড়ে গেছে।  

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ জানান, ঢাকা থেকে টিকা পাওয়ার পর বাকি জেলেদের করোনার টিকা দেয়া হবে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে জানান, মঙ্গল ও বুধবার দুবলার আলোরকোলের পাঁচ হাজার জেলেকে করোনা টিকা দেয়া হয়েছে। আলোরকোলের অনেক জেলে বাড়ি চলে গেছেন। তাই তাদের টিকা দেয়া সম্ভব হয়নি।

দুবলারচরে জেলেদের জন্য গত ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য বিভাগের করোনা কর্মসূচি শুরু হয়। পরদিন ২৩ ফেব্রুয়ারি  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীর জাদি সেব্রিনা ফ্লোরা ও  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এবিএম আবদুল ওহাব টিকা কার্যক্রম দেখতে হেলিকপ্টারযোগে দুবলারচরের আলোরকোলে আসেন। এর পরদিন বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের টিম দুবলারচর থেকে ফিরে যায়।  

জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, দুবলার নারিকেলবাড়ীয়া, শ্যালারচর ও মাঝেরকেল্লার কয়েক হাজার জেলেকে টিকা না দিয়ে মেডিকেল টিম বৃহস্পতিবার সকালে ফিরে গেছে। দুবলা অঞ্চলে প্রায় ১২ হাজার জেলে অবস্থান করে থাকে বলে তিনি জানান।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, করোনার একমাত্রার ডোজ জনসন এন্ড জনসনের টিকা আলোরকোলের ৫ হাজার ২৪২ জনকে দেয়া হয়েছে। ঢাকা থেকে টিকাপ্রাপ্তি সাপেক্ষে অন্য জেলেদের পরে টিকা দেয়া হবে।

জেডখান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ