• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ব্রহ্মপুত্রে জেলের জালে ১৬ কেজির বাঘাইড়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৭:১৬ পিএম

ব্রহ্মপুত্রে জেলের জালে ১৬ কেজির বাঘাইড়

কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদে ১৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ব্রহ্মপুত্রে এই বাঘাইড়টি ধরা পড়ে।

বাগুয়ারচর গ্রামের জেলে আছর উদ্দিনের জালে এ মাছটি ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে বিশালাকার মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমান ওই এলাকায়। 

আছর উদ্দিন মাছটি বিক্রি করতে উপজেলার থেতরাই ইউনিয়নে সাতদরগাহ বাজারে নিয়ে যান। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন শহরের মাছ ব্যবসায়ী আওলাদ মিয়া। এরপর উলিপুর পৌর বাজারে মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় খুচরা বিক্রি করেন তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেবের আলগা এলাকার জেলে আছির উদ্দিন ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। হঠাৎ তার জালে ১৬ কেজি ওজনের ওই বাঘাইড়টি ধরা পড়ে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি।

কেজেড

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ