• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চরমোনাইগামী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৫:০১ পিএম

চরমোনাইগামী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ভাটিয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলি সিটি নিউজ ঢাকা'কে জানান, ভোর সাড়ে ৫টার দিকে চরমোনাইগামী একটি যাত্রীবাহী বাস কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ভাটিয়াপাড়া রেলক্রসিং এলাকা অতিক্রম করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। তার নাম মো. নাজমুল হুদা (৪০)। তিনি রাজশাহীর দুর্গাপুর থানার চৌবাড়িয়া এলাকার মো. মোস্তফার ছেলে। এতে আহত হন ১৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান এবং ৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

 ডিআইএ/এফএ

আর্কাইভ