চট্টগ্রাম ব্যুরো
র্যাগ দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সামনে এ ঘটনা ঘটে।
এসময় দুই গ্রুপের কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৪-৫ জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও হলের জানালার গ্লাস ভাঙচুর করা হয়।
বিবদমান গ্রুপ দুটি হচ্ছে, সিক্সটি নাইন ও এপিটাফ। গ্রুপ দুটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, এপিটাপ গ্রুপ সিক্সটি নাইন গ্রুপের ২০২০-২১ সেশনের এক কর্মীকে র্যাগ দেওয়ার জেরে ঘটনার সূত্রপাত। পরে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সূর্যসেন হলের এপিটাফের কর্মীদের আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, এক ছেলেকে র্যাগ দেওয়া নিয়ে ঝামেলা হয়েছে। আমি কথা বলেছি যেন এটা আর না বাড়ে। পরে শিক্ষকরা এসে কথাবার্তা বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, জুনিয়র এক ছেলেকে কয়েক ঘণ্টা আটকে রেখে র্যাগ দেওয়াকে কেন্দ্র করে ঘটনার শুরু। ইটপাটকেল লেগে কয়েকজন সামান্য আহত হয়েছেন। পুলিশ অবস্থান নিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন গণমাধ্যমকে বলেন, এপিটাফ আর সিক্সটি নাইনের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। উভয়পক্ষের ৪-৫ জন ঢিলের আঘাতে সামান্য আহত হয়েছেন। মোতায়েন আছে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন