• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নোয়াখালীতে ভ্রাম্যমাণ জনগোষ্ঠীকে করোনার টিকা প্রদান শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৯:৩৩ পিএম

নোয়াখালীতে ভ্রাম্যমাণ জনগোষ্ঠীকে করোনার টিকা প্রদান শুরু

নোয়াখালী প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নোয়াখালীতে বাস, অটোরিকশা শ্রমিক, বেদে, জেলে সম্প্রদায়সহ ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর লোকজনকে করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে এক হাজার ভ্রাম্যমাণ জনগোষ্ঠীকে এক ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকার আওতায় আনা হবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সোনাপুর বাসস্ট্যান্ডে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র মো. শহিদ উল্যাহ খান সোহেল।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের একটি ডোজই দেয়া হবে। পরে তাদের আর কোনো ডোজের প্রয়োজন হবে না। টিকা প্রদান কার্যক্রমে দুটি বুথে কাজ করেন ছয়জন স্বাস্ব্যকর্মী। সকাল ৯টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলে বিকাল ৩টা পর্যন্ত।

জেলা সিভিল সার্জন . মাসুম ইফতেখার জানান, ভাসমান জনগোষ্ঠী যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে স্থায়ী টিকাদান কেন্দ্রে গিয়ে নিয়মিত টিকা দিতে পারেন না, তাদের এক ডোজের জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দেয়া হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘করোনা সংক্রমণের কারণে যখন মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়ছে, ঠিক তখনই বিশ্বের অন্য দেশের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে টিকা কার্যক্রম চালু করেন। বর্তমানে দেশের অধিকাংশ লোক টিকার আওতায় এসেছে। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা নিজেরা টিকা গ্রহণের পাশাপাশি আশপাশে ভ্রাম্যমাণ যেসব ব্যক্তি রয়েছেন, তাদের টিকা দিতে নিয়ে আসবেন। ১২ বছর থেকে সবাই টিকা গ্রহণ করতে পারবেন।

এএমকে/এফএ

আর্কাইভ