• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পানির ট্যাঙ্কে পড়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৩:৩৬ পিএম

পানির ট্যাঙ্কে পড়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

সাভার প্রতিনিধি

সাভারে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে সুদয় চন্দ্র রায় (৪২) নামে এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সাভারের হেমায়েতপুর উত্তর ঋষিপাড়া এলাকায় ইসমাইল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ইসমাইল হোসেনের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করছিলেন সুদয়। এ সময় হাতে থাকা একটি শাবল ট্যাঙ্কের ভেতর পড়ে যায়। সেই শাবল তুলতে গিয়ে ট্যাঙ্কের ভেতর পড়ে মারা যান সুদয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে বিকালে সুদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

সুদয় দিনাজপুর সদর থানার বড়ল গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে। তিনি হেমায়েতপুর এলাকার ভাড়া বাসায় থাকতেন।

অর্ণব/এফএ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ