• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীতে ছুরিকাঘাতে তরুণ খুন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১১:০২ এএম

রাজধানীতে ছুরিকাঘাতে তরুণ খুন

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদ (২৪) নামের এক তরুণ খুন হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।

জাহিদ পেশায় মাছ ব্যবসায়ী। এ ঘটনায় কামরান (২৩) নামের একজন আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

মঙ্গলবার রাতে ছুরিকাঘাতের ঘটনার পর ওই দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

জাহিদের বন্ধু জানান, বাংলা কলেজের সামনে জাহিদ, কামরানসহ ৫ জন দাঁড়িয়েছিলেন। এ সময় ১০/১২জন এসে প্রথমে তাদের গালাগালি করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই জাহিদের পেটে দুপাশে তিনবার ছুরিকাঘাত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত কামরান জরুরি বিভাগে চিকিৎসাধীন। মৃত জাহিদ মিরপুরের বিহারি ক্যাম্পে থাকতেন।

জনি 
আর্কাইভ