• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:২৮ পিএম

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার বৈটপুর এলাকায় বাগেরহাটগামী একটি রিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক চাপা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় খুলনাগামী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে যায়। এতে রিকশার এক আরোহী নিহত ও চালকসহ দু’জন আহত হয়। আর অ্যাম্বুলেন্সের দুই যাত্রী গুরুতর আহত হন।

আহত ২ জনকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে ১ জনের মৃত্যু হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে রিকশাচালক লুৎফর সরদারের (৫৫) পরিচয় পাওয়া গেছে। ঘটনাস্থলে নিহতের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

এদিকে রিকশা চাপা দেয়া ট্রাকটি রাস্তার উপর রেখেই চালক পালিয়ে যায়। এর ফলে দুই পাশে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ উদ্ধার করেছি। দ্রুত সময়ের মধ্যে রাস্তার যানজট নিরসন করা হয়েছে। নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পলাতক ট্রাকচালককে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।


জনি 
আর্কাইভ