নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলেতে ফুহাদ আল মতিন নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে নেশাদ্রব্য খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ সময় ওই নারীকে মারধর ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী। অসুস্থ্য অবস্থায় ওই নারীকে একটি অটোরিকশায় তুলে দিয়ে পালিয়ে যায় ধর্ষক, পরে একটি সিএনজিচালিত অটোরিকশা চালকের সহায়তায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় পাল্লা বাজারে ফুহাদ আল মতিনের ব্যক্তিগত একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ফুহাদ পাঁচগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, পূর্ব পরিচিত হওয়ার সুবাদে চাকরির জন্য ফুহাদকে জীবন বৃত্তান্ত দেন তিনি। যার কারণে ফুহাদ তার স্থানীয় পাল্লা বাজার কার্যালয়ে আসতে বললে রোববার সকাল ১০টায় সেখানে যান তিনি। সেখানে গেলে তাকে নাস্তা ও কোমল পানিয় (কুলডিংকস) দেওয়া হয়। নাস্তা ও কোমল পানিয় খাওয়ার পর তিনি অনেকটা অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দিলে ফুহাদ ওই গৃহবধূকে চড়-থাপ্পড় দেন। এতে তিনি আরো ক্লান্ত হয়ে পড়লে তাকে জোর পূর্বক ধর্ষণ করে ফুহাদ। এসময় তার এক সহকারি সবকিছু মোবাইলে ভিডিও ধারন করে এবং কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেওয়ার এবং হত্যারও হুমকি দেয়।
ওই নারী অভিযোগ করে বলেন, অর্ধ অচেতন ও অসুস্থ্য অবস্থায় তারা তাকে একটি অটোরিকশা তুলে দিলে রিকশা তাকে চাটখিল ও পাল্লা বাজারের মাঝামাঝি জায়গায় নামিয়ে দেয়। ওইস্থান থেকে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের সহযোগিতায় জেনারেল হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে হাসপাতালে আসেন চাটখিল থানা পুলিশ।
জানতে চাইলে, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অভিযুক্ত ফুহাদ আল মতিনকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন