• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ভাসানচরে পৌঁছেছে আরও ১৬৫৪ রোহিঙ্গা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১২:০৪ এএম

ভাসানচরে পৌঁছেছে আরও ১৬৫৪ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচর ক্যাম্পে পৌঁছেছে আরও এক হাজার ৬৫৪ রোহিঙ্গা। তাদের মধ্যে ৮৫ জন কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন এবং ১৫৫ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারাও একই জাহাজে ফিরে এসেছেন। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর আটটি জাহাজে করে তাদের সেখানে নেয়া হয়।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নতুন আসা রোহিঙ্গাদের ৫৭, ৫৮, ৬৮, ৭৯ ও ৮০ নম্বর ক্লাস্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে ১১ দফায় মোট ২২ হাজার ৯৮২ রোহিঙ্গা ভাসানচরে এলো।’

ভাসানচরে ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নেয়া হয়েছে।

ডাকুয়া/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ