• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

অবৈধভাবে ধান মজুদ ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৭:৩৩ এএম

অবৈধভাবে ধান মজুদ ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে ধান মজুদ রাখায় দুই ব্যবসায়ী কে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। অর্থদন্ড প্রাপ্ত দুই ধান ব্যবসায়ী হচ্ছে পৌরসভার কন্যানগর এলাকার আলফাজ উদ্দিনের ছেলে আনছার আলী(৪৫) এবং মাঠপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল হান্নান।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে,নাচোল পৌরসভার ৯নং ওয়ার্ডের কন্যানগর গ্রামের উত্তর সাকোপাড়া মোড়ে হবু মিয়ার আড়ৎ ঘর থেকে আনসার আলীর মজুদ ২৭৭মেট্রিক টন ধান এবং একই গোডাউনেরর পাশে আব্দুল হান্নানের ১৭মেট্রিক টন মজুদ রাখা ধান একটি গোয়েন্দা সংস্থার ভিত্তিত্বে নাচোল থানা পুলিশ আটক করে।

পরে দুই ধান ব্যবসায়ীকে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে দুই ধান ব্যবসায়ী তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনছার আলী কে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল এবং হান্নান কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের জেল প্রদান করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ভ্রাম্যমান আদালতে দুই ধান ব্যবসায়ী কে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

সজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ