মাগুরা প্রতিনিধি
দুই সন্তানের জননী আসিয়া (২৮) মাঝে মাঝেই আত্মহত্যার চেষ্টা করতো স্বামীর বাড়িতে। স্বামী সাদ্দাম হোসেন তাকে রক্ষা করতে স্ত্রীর বাবার বাড়ির, ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে স্ত্রীর বাবার বাড়ি নিয়ে আসে তাকে। সেখানেও এসে শেষ রক্ষা হলো না তার। বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আসিয়া।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় মাগুরা সদর উপজেলার শেওলা ডাঙ্গা গ্রামে। আসিয়া শেওলা ডাঙ্গা গ্রামের আবু বক্কার শেখ এর মেয়ে।
জগদল ইউনিয়ন এর চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রায় আট বৎসর আগে যশোর জেলার কাজীপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে বিয়ে হয় আসিয়ার। তাদের সংসারে ছয় বছর বয়সের একটি মেয়ে ও তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। মেয়েটির স্বামী সাদ্দাম হোসেন আমাকে ফোনে জানায় আসিয়া প্রায়ই আত্মহত্যার চেষ্টা করছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) তার স্বামীর বাড়ির লোকজন মেয়েটিকে নিয়ে আমার ইউনিয়ন পরিষদে আসে। এসময় কেন আত্মহত্যা করার চেষ্টা করছে জানতে চাইলে মেয়েটি কিছুই জানায়নি। তবে মেয়েটির স্বামী জানান প্রায় এক বছর যাবত সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। এরপর চিকিৎসার জন্য মেয়েটিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিলে মেয়ের বাবার বাড়িতে পৌঁছে ঘরে দরজা আটকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা স্টিলের দরজা কুড়াল দিয়ে কুপিয়ে কেটে মেয়েটিকে উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালে নিয়ে আসে।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মেয়েটির আত্মহত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন