• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৭:৩১ পিএম

কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ সময় তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিবুল বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগমকে।

আদালত সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে (৮৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।

পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট রয়েছে।


অর্ণব/ফিরোজ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ