• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ভালুকায় দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত, আহত ৮ সেনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৬:১২ পিএম

ভালুকায় দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত, আহত ৮ সেনা

দেশজুড়ে ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত ও ৮ সেনা আহত হয়েছেন। দাদি-নাতনি পথচারী ছিলেন। সেনাবাহিনীর গাড়ি উল্টে তারা নিহত হন ও আহত হন ৮ সেনাসদস্য।
 
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, সকাল সোয়া ১০টার দিকে মেহেরাবাড়ী এলাকায় সেনাবাহিনীর গাড়ি সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় দাদি-নাতনি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। ওই সময় একটি পিকআপ ভ্যানও যাচ্ছিল। তাই কোন গাড়ির চাপায় দুজন নিহত হয়েছেন, তা এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।

দাদি গফরগাঁও উপজেলার কৃষ্ণবাজার এলাকার ৬০ বছর বয়সী মরতুজা বেগম ও তার তিন বছর বয়সী নাতনি জান্নাত আক্তার। মরতুজা বেগম গার্মেন্ট কর্মী ছিলেন।

জানা যায়, সকালে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে সেনাবাহিনীর একটি গাড়ি ছেড়ে আসে। সোয়া ১০টার দিকে মেহেরাবাড়ী এলাকায় গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় দাদি-নাতনি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান।

মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আহত ৮ সেনা সদস্যকে চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাকুয়া/ফিরোজ

আর্কাইভ