• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৯:৪০ এএম

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় হারুন  উর রশিদ (৫৮) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা ফাঁসিতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। মৃত হারুন উর রশিদ রাজাহার ইউনিয়নের ধুতুরবাড়ী গ্রামের মৃত হেনা ফকিরের ছেলে ও কামদিয়া নূরল হুদা ডিগ্রী কলেজের প্রভাষক।

স্থানীয়রা জানান, হারুন উর রশিদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমেথ্য ফাঁসিতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) ভর্তি  করা হয়। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে রাজাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এ ঘটনাটি লোকমুখে শুনেছি।

সাজেদ/
আর্কাইভ