• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বরিশালে মাছ ধরার জালে মিললো জ্যান্ত অজগর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৮:১১ এএম

বরিশালে মাছ ধরার জালে মিললো জ্যান্ত অজগর

বরিশাল ব্যুরো

বরিশালে পুকুরে মাছ ধরতে গিয়ে স্থানীয়দের জালে ধরা পড়েছে বিশাল একটি জ্যান্ত অজগর সাপ। সাপটিকে ধরার পরপরই বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকেলে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বরিশাল বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেন।

স্থানীয় জয়ন্ত শীল জানান, শনিবার দুপুরে নতুনহাট এলাকায় একটি পুকুরে মাছ শিকার করছিল তিন যুবক । এসময় আবুল কালাম নামে এক যুবক মনে করেন বড় একটি মাছ শিকার করেছেন। কিন্তু সেটি পানির উপরে উঠিয়ে দেখেন বিশাল আকারের একটা অজগর সাপ । সাপটি এক নজর দেখার জন্য ভীড় জমান স্থানীয়রা।

বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা গাজী মোহাম্মদ আবুল বাশার জানান,  দেশীয় প্রজাতির এই অজগর সাধারণ সুন্দরবন এলাকায় থাকে। হয়তো পানিতে ভেসে এখানে এসেছে। 

খুলনা বন্যপ্রাণী বিভাগকে খবর দেয়া হয়েছে, তারা এসে সাপটি সুন্দরবনে অবমুক্ত করবে । সাপটির দৈর্ঘ‌্য ছয়ফুট। বয়স ৭/৮বছর হ‌বে।

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ