• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৯:৪৫ এএম

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

সিটি নিউজ ডেস্ক


চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার একটি হোটেল থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।


পুলিশ জানায়, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হালিশহর থানার এক্সেস রোড এলাকার উড আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন দুজন। ওইদিন বিকেলে পুরুষ লোকটি হোটেল থেকে বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ ৮০২ নম্বর কক্ষে নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হোটেলে সরবরাহ করা জাতীয় পরিচয়পত্রে দেখা যায় স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম কামরুল হাসান। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি অন্য কারও জাতীয় পরিচয়পত্র দিয়েছে। অভিযুক্ত যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাজেদ/
আর্কাইভ