• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০২:২৭ এএম

অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

ঝালকাঠি সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তি হলেন বরগুনা জেলার সদর উপজেলার ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক বাবু বঙ্কিম চন্দ্র মজুমদার।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন একই বিদ্যালয়ের শিক্ষক মো. আল আমিন। তিনি সিটি নিউজ ঢাকাকে বলেন,শিক্ষক দম্পতি অগ্নিদগ্ধ হবার এক মাসের মাথায় তার স্ত্রী মারা যান। বঙ্কিম চন্দ্র ডায়াবেটিস কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। স্ত্রী মনিকা রানীকে হারিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন।,

গণিতের জাহাজ হিসেবে পরিচিত মৃত শিক্ষকের স্ত্রীও বরগুনা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তারা দুজনেই এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হন।

শুক্রবার সকালে মৃত শিক্ষকের মরদেহ বরগুনায় তার নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর স্কুল মাঠে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হবে। এর আগে গত ১৯ জানুয়ারি দুপুর দেড়টার দিকে মনিকা রানির মরদেহ বরগুনায় এসে পৌঁছায়।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ। ঘটনায় ৫২ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ হন আরও অনেকে। নিহত ৫২ জনের ৪০ জনই বরগুনার বাসিন্দা।

এএমকে

 

আর্কাইভ