• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

জরিমানা গুনলেন কনের বাবা!

প্রকাশিত: মে ২৮, ২০২১, ০৮:০৪ পিএম

জরিমানা গুনলেন কনের বাবা!

মাদারীপুর প্রতিনিধি

নিজ কন্যার বিয়ে দিতে গিয়ে বাবাকে গুনতে হলো ২০ হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চর বাচামারা (সিকদারকান্দি) গ্রামে। বাল্যবিবাহ দেয়ার সময় কিশোরী কনের বাবাকে এই জরিমানা করেছে উপজেলা প্রশাসন। নেওয়া হয়েছে মুচলেকাও।

শুক্রবার (২৮ মে) বেলা তিনটার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট এম রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করে জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামের তোতা শেখের বাড়িতে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিবাহের আয়োজন চলছিল। বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুর এলাকার হাসমত আলী বেপারীর ছেলে নুর হোসেন (২৩)। এরই মধ্যে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে বাল্যবিবাহের প্রস্তুতির খবর আসে। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট এম রাকিবুল হাসান উপজেলার মহিলা বিষয়ক  কর্মকর্তা হামিদা খানম ও শিবচর থানা পুলিশের একটি দলসহ সেখানে পাঠানো হয়। সেখানো উপস্থিত হয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহটি বন্ধ করা হয়।

একই সময় কনের বাবার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ওই মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য বাবার কাছ থেকে মুচলেকা নেয় প্রশাসন। 

উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খানম বলেন, দুপুরে আমরা জানতে পারি ওই এলাকায় অপ্রাপ্ত বয়স্ক একজন মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে। পরে আমরা গিয়ে বিয়েটি বন্ধ করি। একই সঙ্গে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেই ও তাদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করি।

টিআর/

আর্কাইভ